কুষ্টিয়ার এসপি তানভীরকে কঠোরভাবে সতর্ক করলেন হাইকোর্ট

|

বিচারকের সাথে দুর্ব্যবহারের ঘটনায় কুষ্টিয়ার এসপি তানভীরকে কঠোরভাবে সতর্ক করলেন হাইকোর্ট। পাশাপাশি এ ঘটনার সাক্ষী প্রিজাইডিং অফিসারকে নিরাপত্তা দিতে এসপিকে নির্দেশও দেয়া হয়েছে।

কুষ্টিয়ার এসপি’র আদালত অবমাননার ঘটনার পরবর্তী শুনানি হবে ১৭ ফেব্রুয়ারি। এর আগে
সোমবার সকালে হাইকোর্টের তলবে হাজির হন কুষ্টিয়ার এসপি তানভীর আরাফাত। আদালতে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা চান তিনি।

এর প্রেক্ষিতে আদালত বলেন, আদালতের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কোনো কাজে ছাড় দেয়া হবে না। ভবিষ্যতে এমন কাজ আর হবে না বলে অঙ্গীকার করেন কুষ্টিয়ার এসপি। গতকাল আদালত অবমাননার অভিযোগের বিষয়ে অনুতপ্ত হয়ে আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আবেদন করেন তিনি।

এ সময় আদালতে এক ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন কুষ্টিয়ার এসপি। ২৫ জানুয়ারি তাকে সশরীরে হাজির হতে বলা হয়। একইসঙ্গে আদালত অবমাননার দায়ে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে ব্যাখ্যা চান আদালত।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply