বিশ্ব সম্প্রদায়কে ‘নতুন স্নায়ু যুদ্ধের’ বিষয়ে সতর্ক করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার দাভোসের ভার্চুয়াল সম্মেলনে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ না করলে মহামারি নির্মূল অসম্ভব। সেক্ষেত্রে, চীনকে বর্জনের মাধ্যমে কেবল সংঘাতই বাড়বে।
শি জিনপিং বলেন, আমাদের সবাইকে নিঃসংকোচে মহামারি মোকাবেলায় অংশ নিতে হবে। সবাই যদি বর্জনের মন-মানসিকতা নিয়ে এগোই, তাহলে ‘নতুন স্নায়ু যুদ্ধ’ বেশি দূরে নয়।
শি জিনপিং আরও বলেন, করোনাভাইরাস নির্মূলে সবাইকে জোটবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ হুমকি-হুঁশিয়ারি বা নিষেধাজ্ঞা শুধু দেশে-দেশে বিভাজনই সৃষ্টি করবে, বাড়াবে সংঘাত। মানবিকতা না বাড়ালে যেকোনো সংকটের সমাধান অসম্ভব।
Leave a reply