কাল থেকে শুরু হচ্ছে দেশে ভ্যাকসিনের আনুষ্ঠানিক কার্যক্রম। কাল গণভবন থেকে অনলাইনে টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারি তিন হাসপাতালের শ’ খানেক স্বাস্থ্য কর্মীকে টিকা দেয়ার মাধ্যমে শুরু হচ্ছে করোনা ভ্যাকসিনের কার্যক্রম। এ উপলক্ষে হাসপাতালগুলো এরইমধ্যে শেষ করেছে তাদের সবশেষ প্রস্তুতি।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, অধিদফতর থেকে প্রস্তুত হয়েছে ভ্যাকসিন গ্রহণকারীদের তালিকা। আগামীকাল করোনার ভ্যাকসিন কোভিশিল্ড গ্রহণ করছেন সেই হাসপাতালের ২৫ স্বাস্থ্যকর্মী। পরদিন ডাক্তারদেরও ভ্যাকসিন দেয়ার কথা রয়েছে।
এদিকে, করোনার ৫০ লাখ ডোজের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন।
ইউএইচ/
Leave a reply