গতকাল ২৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ছাঁটাই করা হলো চেলসি কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে। চেলসি নিজেই খবরটি নিশ্চিত করে।
চেলসির দায়িত্ব পাওয়ার পর পরবর্তী ১৮ মাস খুবই মূল্যবান ছিলো ল্যাম্পার্ডের বলে জানান তিনি। মূলত মৌসুমে ২০ কোটি পাউন্ড খরচ করে শীর্ষ খেলোয়াড়দের দলে ভিড়িয়েছেন চেলসি মালিক আব্রামোভিচ।
এদিকে, প্রিমিয়ার লিগে লেস্টারের সাথে হেরে টেবিলের ৯ নম্বরে চলে আসার পর থেকে নানা দ্বৈরথে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দল বলেও জানিয়েছেন আব্রামোভিচ।
ইউএইচ/
Leave a reply