দেশের সমস্ত ভূমিকে একটা ডাটাবেজের আওতায় আনা হবে: ভূমিমন্ত্রী

|

ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, দেশের সমস্ত ভূমিকে একটা
ডাটাবেজের আওতায় আনা হবে। যার ফলে মানুষ সহজে জমি ক্রয়-বিক্রয় ও জমি সংক্রান্ত যাবতীয় ঝামেলা এড়াতে পারবে।

মঙ্গলবার দুপুরে খুলনার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দেশের প্রথম টেকসই ডিজিটাল ভূমি তথ্য ব্যাংকের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, উদ্বোধনকৃত ডিজিটাল ভূমি তথ্য ব্যাংক খাসজমি, অর্পিত সম্পত্তি, জলমহল, বালুমহল, হাটবাজার ব্যবস্থাপনাসহ ভূমি সংক্রান্ত যে কোনো সেবা প্রদানের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবে অ্যাপটি। গুগল পেলে স্টোরের মাধ্যমে অ্যাপটি ডাউনলোড করে সেবা নিতে পারবে সবাই।

অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, আমাদের মাঠ প্রশাসনে সেবা প্রাপ্তিতে এখনও নানা ধরনের সমস্যা রয়েছে, যা দূরীকরণে সরকার বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র, ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলার বিভিন্ন
দফতরের সরকারি কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply