স্টাফ করেসপন্ডেন্ট:
রংপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রংপুর জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এবং মেট্রোপলিটন চেম্বারের সহযোগিতায়
এগুলো বিতরণ করা হয়।
রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঞা বলেন, প্রতিবন্ধীদের সমাজের বোঝা হিসেবে নয়, আশীর্বাদ হিসেব প্রতিষ্ঠিত করতে কাজ করছে শেখ হাসিনার সরকার। এজন্য প্রতিবন্ধীদের প্রতি মানবিক আচরণের কোনো বিকল্প নেই।
সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ট্রি সাইকেল, হেয়ারিং এইড, শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ডিসি আসিব আহসান।
বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের ডিডি আব্দুল মতিন, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের স্টিয়ারিং কমিটির সদস্য রেজাউল ইসলাম মিলন, ফখরুল আনাম বেঞ্জু প্রমুখ।
রংপুর জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এবং মেট্রোপলিটন চেম্বারের সহযোগিতায় অনুষ্ঠানে ২২টি হুইল চেয়ার, ২টি ট্রি সাইকেল, ৮টি হেয়ারিং এইড এবং ১০০টি শীতবস্ত্র বিতরণ করা হয়।
ইউএইচ/
Leave a reply