প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ, পরে ব্ল্যাকমেইল

|

প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ, পরে ব্ল্যাকমেইল

রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর অশ্লীল ভিডিও ছড়ানো ও অর্থ হাতিয়ে নেয়ার মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে নগর পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। তিনি বলেন, গতরাতে বাগমারার নামকান গ্রাম থেকে হারুনুর রশিদকে গ্রেফতার করে সাইবার ক্রাইম ইউনিট।

জানা যায়, দুই বছর ধরে ঐ নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন রশিদ। পরে অশ্লীল ভিডিও এবং ছবি ধারণ করে ওই যুবক। সম্প্রতি তার সাথে মনমালিন্য হওয়ার জেরে বিভিন্ন জনের ফেসবুক ও ম্যাসেঞ্জারে ছবি পাঠাতে শুরু করে রশিদ। একপর্যায়ে ভিডিও এবং ছবি মুছে ফেলার নামে ৩ লাখ টাকাও হাতিয়ে নেয় সে। পরে ওই নারী মামলা করলে গ্রেফতার হয় অভিযুক্ত যুবক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply