রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে আজ মাঠে নামছে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ২টায় রায়ো ভায়োকানোর আতিথ্য নেবে মেসির দল।
লা লিগায় খুব একটা ভালো অবস্থানে নেই কাতালানরা। টেবিল টপার অ্যাথলেটিকো মাদ্রিদের থেকে এক ম্যাচ বেশি খেলে ১০ পয়েন্ট পেছনে বার্সা। মৌসুমের আরেক শিরোপা সুপার কাপ জেতার সুযোগও হারিয়েছে তারা। তবে কোপা দেল রে’তে ধরে রেখেছে নিজেদের অবস্থান।
এদিকে, প্রতিপক্ষ রায়ো ভায়োকানোর বিপক্ষে সবশেষ ২০১২ সালে হেরেছিলো কাতালান ক্লাবটি। মুখোমুখি ২৬ দেখায় ১৯ জয় বার্সার আর মাত্র ৩ জয় ভায়োকানোর।
ইউএইচ/
Leave a reply