Site icon Jamuna Television

প্রক্রিয়াজাত সম্ভব এমন আলুর উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে কৃষি বিভাগ

প্রক্রিয়াজাত সম্ভব এমন আলুর উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে কৃষি বিভাগ

প্রক্রিয়াজাতকরণ সম্ভব এমন বেশ কয়েকটি জাতের আলু চাষ ও উৎপাদন বাড়াতে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ।

নীলফামারীর ডোমার ‘ভিত্তি’ আলুবীজ উৎপাদন খামার পরিদর্শনে গিয়ে এ কথা বলেন ড. আব্দুর রাজ্জাক।

মন্ত্রী বলেন, শীতপ্রবণ এলাকা হওয়ার কারণে নীলফামারীসহ দেশের উত্তরাঞ্চল আলু চাষের জন্য ভীষণ উপযোগী। বর্তমানে দেশে ১ কোটি টনেরও বেশি আলুর উৎপাদন হচ্ছে। কিন্তু এসব আলুতে পানির পরিমান গড়ে ৮০ শতাংশের বেশি থাকার কারণে রফতানি ও প্রক্রিয়াজাতকরণ সম্ভব হয়না। রফতানি চাহিদা বিবেচনায় অধিক শুস্ক জাতের আলু’র আবাদ হচ্ছে।

এ সময় রফতানীযোগ্য আলুর প্লট, আলু ফসলের মিউজিয়াম, ড্রাগন ও খেজুর বাগান পরিদর্শন করেন কৃষিমন্ত্রী।

Exit mobile version