Site icon Jamuna Television

করোনা থেকে রক্ষা পেলেন না উইন্ডিজ ক্রিকেটার শাই হোপ

করোনা আতঙ্কে উইন্ডিজ দলের অনেক খেলোয়াড়ই বাংলাদেশ সফর বাতিল করেছেন। তাই ওয়ানডে সিরিজে উইন্ডিজদের হয়ে মাঠে দেখা গেছে তাদের দ্বিতীয় সারির দল। টাইগাররাও জিতেছে হেসে খেলে।

তবে যেই করোনার ভয়ে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সাই হোপ সেই করোনাতেই আক্রান্ত হয়েছেন তিনি। নিজের দেশে বসেই করোনার ফাঁদে এখন আইসোলিশনে রয়েছেন শাই হোপ ও তার ভাই কাইল হোপ। তাদের সাথে আরও একজন উইন্ডিয়ান ক্রিকেটার আক্রন্ত হয়েছ করোনায় যার নাম ট্রেভন গ্রিফিথ।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া সুপার ফিফটি টুর্নামেন্টে তাদের দুজনের বদলে নেয়া হয়েছে অন্য খেলোয়াড়কে। তবে প্রতিযোগিতামুলক ক্রিকেটে খুব একটা ভালো করতে পারছে না শাই হোপ। টেস্টে ব্যর্থতার কারণে নিউজিল্যান্ড সফরে জায়গা পাননি দলে। এমনকি টি-টোয়েন্টি সিরিজের ভাবনায়ও ছিলেন না এই ক্রিকেটার।

Exit mobile version