বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে, এখন চলছে গণনা। সকাল ৮টা থেকে ইভিএম’এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪ টা পর্যন্ত।
এই নির্বাচনে ৭৩৫টি কেন্দ্রের সবগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেয়া হয়েছে। এরমধ্যে ৪২৯টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বিবেচনায় নেয়া রাখা হয়েছে বাড়তি নজরদারিতে।
এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২৬ কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা হয়েছে। যাতে আ’লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী পেয়েছেন ৯ হাজার ৫৭ ভোট ও বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসন পেয়েছেন ৭১৫ ভোট।
নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থীসহ মেয়র পদ লড়ছেন ৭ জন। মোট ভোটার ১৯ লাখ ১৭ হাজার ৯৭৮ জন।
আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে মোতায়ন রয়েছে পর্যাপ্ত সংখ্যক আনসার ও পুলিশ। নগড়জুড়ে টহল দিচ্ছে ২৫ প্লাটুন বিজিবি ও ২০ জন ম্যাজিস্ট্রেট। সব মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ১৮ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন নির্বাচনকে কেন্দ্র করে।
Leave a reply