ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরে ভারতের নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদিত ও সেনাবাহিনীর ব্যবহৃত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত ও আরেক পাইলট গুরুতর আহত হয়েছেন। আহত পাইলট আশঙ্কাজনক অবস্থায় সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার সন্ধ্যায় কাশ্মিরের কাঠুয়া জেলার লক্ষণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র। খবর হিন্দুস্তান টাইসম’র।
সোমবার সন্ধ্যা ৭টা ১৫মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় কাশ্মির পুলিশ।
এরআগেও বেশ কয়েকবার ক্রাশ ল্যান্ডিং এর শিকার সহ বিধ্বস্ত হয়েছে হিন্দুস্তান আ্যরোনটিকস লিমিটেডের তৈরি এই হালকা মাত্রার এই হেলিকপ্টার।
Leave a reply