হঠাৎ করেই বিমানের সিডিউল পরিবর্তনে চরম ভোগান্তিতে পড়েছেন জেদ্দা ও মাসকাটগামী যাত্রীরা। দুর দুরান্ত থেকে আসা যাত্রীরা এয়ারপোর্টে এসে পরিবর্তনের নোটিশ দেখে বিপাকে পড়েছেন তারা। সাথে থাকা পরিবার পরিজন নিয়ে কোথায় থাকবেন তার কোন সমাধান না পেয়ে বিমান বন্দরের বাইরে রাত কাটাচ্ছেন তারা।
বুধবার রাতে ভেতরে প্রবেশের আগ মুহুর্তে যাত্রীরা জানতে পারেন তাদের জেদ্দাগামী বিমানের ফ্লাইট সিডিউল পরিবর্তন করা হয়েছে। কারণ জানার জন্য সবাই যখন হৈচৈ করছে তার পরই দেয়ালে সাটানো হয় সিডিউল পরিবর্তনের নোটিশ। আর বিমান কর্তৃপক্ষও মুঠোফোনে এসএমএস আর দেয়ালে নোটিশ দিয়েই লাপাত্তা।
এমনিতেই নির্ধারিত সময়ের তিন ঘন্টা আগে আসতে বলা হয় আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের। সে অনুযায়ী দুর দুরান্ত থেকে আগে ভাগে আসা যাত্রীদের দুর্ভোগ সবচেয়ে বেশী। এদের আবার অনেকের করোনা পরীক্ষার সময়সীমা নিয়েও দুশ্চিন্তার শেষ নেই।
বিমান পাইলট, ক্রুদের ডিউটি সিডিউল নিয়ে জটিলতার কারনে এমনটি হচ্ছে অভিযোগ করা হলেও, বিমানের কোন কর্মকর্তাকে সেখানে উপস্থিত পাওয়া যায়নি।
তবে সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানালেন বিষয়টি খতিয়ে দেখবেন তিনি।
Leave a reply