সৌদি-আমিরাতে অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র

|

সৌদি-আমিরাতে অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করলো যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন গেলো বছরের নভেম্বর এবং ডিসেম্বের দেশ দুটির সাথে কয়েক হাজার কোটি ডলারের যে চুক্তি করেছিলো তা সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন আরও বলেন, ট্রাম্প প্রশাসনের সময় যুদ্ধ বিমান ও ড্রোনসহ আধুনিক সব অস্ত্র বিক্রি স্থগিত আমাদের কৌশলগত সিদ্ধান্ত। সৌদি নেতৃত্বাধীন জোট এই অস্ত্র দিয়ে ইয়েমেনের ওপর যুদ্ধ চালিয়ে আসছিলো। মধ্যপ্রাচ্যে এই পরিস্থিতির অবসান চায় যুক্তরাষ্ট্র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply