ইংলিশ প্রিমিয়ার লিগে ৪৭ বছর পর শেফিল্ড ইউনাইটেডের কাছে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রাতে, ইংলিশ প্রিমিয়ার লিগে শেফিল্ড উইনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছে শিরোপা দৌড়ে এগিয়ে থাকা ম্যানচেস্টার উইনাইটেড।
১৯৭৩ সালের পর এই প্রথম ম্যানচেস্টারের মাঠে জয় পায় শেপিল্ড ইউনাইটেড। ওল্ড ট্যাফোর্ড ম্যাচের ২৩ মিনিটে ব্রাইয়ানের স্কোরে এগিয় যায় শেফিল্ড। পরে ম্যাচের ৬৪ মিনিটে হ্যারির স্কোরে সমতায় ফেরে ম্যানচেস্টার উইনাইটেড।
তবে খুব বেশি সময় সমতা ধরে রাখতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ৭৪ মিনিটে অলিভারের স্কোরে আবারও এগিয়ে যায় শেপিল্ড ইউনাইটেড। শেষ পর্যন্ত কোন গোলই করতে পারেনি কোন দল তাই শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে শেফিল্ড ইউনাইটেড।
এদিকে দিনের আরেক ম্যাচে জয় পেয়েছে বার্নলে। অ্যাস্টোন ভিলার বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে বার্নলে। বার্নলের হয়ে স্কোর করেণ ডুইন ম্যাকনিল, বেন মি, ক্রিস উড। আর প্রতিপক্ষের স্কোর করেন ওয়ার্টকিন্স ও জ্যাক।
আর বাকি ম্যাচ গুলোতে ড্র করেছে চেলসি,ফুলহাম ও এভার্টন।
Leave a reply