কুয়েতে এমপি পাপুলের ৪ বছরের কারাদণ্ড

|

এমপি পাপুলের স্ত্রী-মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ

অর্থ ও মানব পাচারের মামলায় কুয়েতে গ্রেফতার বাংলাদেশি সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের ৪ বছরের কারাদণ্ড ও ৫৩ কোটি টাকা (১৯ লাখ কুয়েতি দিনার) জরিমানা করেছে দেশটির একটি আদালত।

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক আবদুল্লাহ আল ওসমান এ রায় ঘোষণা করেন।

একইসাথে, পাপুলকে সহযোগিতা করায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মাজেন আল জাররাহসহ আরও দুই কর্মকর্তাকে ৪ বছরের কারাদণ্ড ও ১৯ লাখ কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে।

মানব পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে গত বছরের ৬ জুন কুয়েতের মুশরিফ এলাকা থেকে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পাপুলকে গ্রেফতার করে দেশটির পুলিশ। পাপুলের বিরুদ্ধে মানবপাচার, অর্থপাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের নির্যাতনের অভিযোগ এনেছে কুয়েতি প্রসিকিউশন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply