গর্ভবতী মায়েদের স্বাভাবিক প্রসবে উৎসাহিত করা ও স্বাস্থ্য সেবার জন্য হাসপাতালমুখী কারার লক্ষে সাভারে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সাভারের থানা স্ট্যান্ড এলাকায় একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা আহসানিয়া মিশনের স্বাস্থ্য শাখা।
হেলথ অ্যান্ড নিউট্রিশন ভাউচার স্কিম ফর পুওর, এক্সিটম পুওর অ্যান্ড সোশ্যালই এক্সক্লুডেড পিপল (পেপসেপ) প্রকল্পের মাধ্যমে এ অনুষ্ঠানে স্বাভাবিক প্রসব করানোর জন্য ২৫ জন মাকে সম্মাননা দেওয়া হয়। এসময় স্থানীয় গণ্যমান্যরা ছাড়াও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a reply