বিদ্রোহী প্রার্থী হওয়ায় মাদারীপুরে আ’লীগ নেতাকে দল থেকে বহিষ্কার

|

স্টাফ রিপোর্টার:

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠুকে তার পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা ও সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে’র সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, আসন্ন কালকিনি পৌরসভা নির্বাচনে সাবেক উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা তাঁতীলীগের সিনিয়র সহসভাপতি এসএম হানিফ সরদারকে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়। কিন্তু আওয়ামী লীগের দলীয় নির্দেশকে উপেক্ষা করে নৌকার প্রার্থীর বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু বিদ্রোহী হিসেবে মেয়র পদে প্রার্থী হন। এ অভিযোগে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

এর আগে বুধবার রাতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এসএম হানিফের এক সমর্থকের বসতবাড়ি ভাঙচুর ও অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বলে বিদ্রোহী প্রার্থী সোহেল রানা মিঠুর সমর্থকদের বিরুদ্ধে অভিযোগও উঠেছে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন বলেন, পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে মিঠু নিজে প্রার্থী হয়েছেন। সে গঠনতন্ত্র বিরোধী কাজ করেছেন। তাই তাকে তার পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামী লীগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply