একাত্তর টেলিভিশনের ভিডিও এডিটর গোপাল সূত্রধরকে বাস চাপা দেয়ার ঘটনায় ভিক্টর পরিবহনের হেলপার মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ঝালকাঠির নলছিটির ডেবড়া গ্রামে শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মামুনের বাড়িও নলছিটি উপজেলার মাধবপাশা গ্রামে। দুর্ঘটনার পর এলাকায় গিয়ে শ্বশুর বাড়িতে পালিয়ে ছিল সে।
বুধবার কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন একাত্তরে টেলিভিশনের ভিডিও এডিটর গোপাল সূত্রধর। বিকেল পৌনে ৫টার দিকে বাড্ডা প্রগতি সরণীর নদ্দা ফুট ওভার ব্রিজের কাছে ভিক্টর ক্লাসিকের একটি বাস গোপালের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে পড়ে গেলেও থামেনি বাসের চাকা, পিষে চলে যায় গোপাল। গুরুতর আহত গোপালকে পঙ্গু হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর গুলশান থানায় ভিক্টর পরিবহনের চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা করা হয়। স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন গোপাল সূত্রধর।
Leave a reply