মাঘের মাঝামাঝিতে শীতের দাপট আরও বেড়েছে

|

মাঘের মাঝামাঝিতে শীতের দাপট আরও বেড়েছে

মাঘের মাঝামাঝিতে শীতের দাপট আরও বেড়েছে। কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত জনজীবন।

আজ পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, পাবনা, রংপুর, সীতাকুণ্ড, শ্রীমঙ্গল এবং চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বইছে। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে প্রকৃতি।

আবহাওয়া অফিস জানিয়েছে আরও কয়েকদিন মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে। এদিকে ঘন কুয়াশায় রাত থেকে সকাল পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া, শিমুলিয়া-বাংলাবাজার ও শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ ছিলো। এতে চরম দুর্ভোগে পড়েন পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply