সেনেগালের উত্তরাঞ্চলে সন্ধান মিলেছে সাড়ে ৭শ’ মৃত চাতক পাখির। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা পাখির অভয়ারণ্যে মারা গেছে পাখিগুলো।
চলতি সপ্তাহে মৌরিতানিয়া সীমান্তের জলাভূমিতে মৃত পাখিগুলোকে দেখতে পান রেঞ্জার্স সদস্যরা। মৃত্যুর কারণ জানতে কিছু নমুনা সংগ্রহের কথা জানিয়েছে অভয়ারণ্য কর্তৃপক্ষ।
পশ্চিম আফ্রিকার সাহারা মরুভূমি পেরিয়ে জৌদ বার্ড স্যাঙ্কচুয়ারিতে প্রতি বছর উড়ে আসে কোটি কোটি অতিথি পাখি। প্রায় সাড়ে ৩শ’ প্রজাতির পাখি এলেও, কেবল চাতকপাখির মৃত্যুতে বিস্মিত গবেষকরা। ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে মৃত পাখিগুলোকে পুড়িয়ে ফেলতে এবং অভয়ারণ্যে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
বার্ড ফ্লু’র কারণে চলতি মাসেই এক লাখ মুরগি পুড়িয়েছে সেনেগাল।
ইউএইচ/
Leave a reply