৬১০ মিটার উঁচু থেকে সাইকেল চালিয়ে পাথুরে পাহার পাড়ি!

|

সমতলের ৬১০ মিটার উঁচু থেকে সাইকেল চালিয়ে পাথুরে পাহার পাড়ি!

সমতলের ৬১০ মিটার উঁচু থেকে সাইকেল চালিয়ে পাথুরে পাহার পাড়ি দিলেন, মাউন্টেন বাইকার ড্যানি ম্যাকঅ্যাসকিল।

স্কটল্যান্ডের পশ্চিম উপকূলের স্কাই দ্বীপে ‘ব্ল্যাক স্ল্যাবস’ গিরিখাদ অতিক্রম করেন তিনি। সাইকেল চালিয়ে ৪০ থেকে ৬০ ডিগ্রি পর্যন্ত কৌণিক অবস্থানের খাদটি থেকে নেমে আসার পুরোটাই ধারণ করা হয় ড্রোনচালিত ক্যামেরায়।

ফিরে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তাক লাগানো স্টান্টের পুরো ভিডিওটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply