দিল্লিতে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
দিল্লিতে এই বৈঠকের তথ্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৈঠকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সহযোগিতার সম্পর্ক জোরদারে উভয়পক্ষ সম্মত হয়েছে। আগামী মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়। এছাড়াও দুই দেশের মধ্যে করোনা ভ্যাকসিন, বাণিজ্য, বিদ্যুৎ-জ্বালানি, পানি বণ্টন ইত্যাদি বিষয়েও আলোচনা হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন চারদিনের সফরে দিল্লি গেছেন।
ইউএইচ/
Leave a reply