ভারতের রাজধানী দিল্লির সুরক্ষিত কূটনৈতিক এলাকায় বিস্ফোরণের ঘটনায় সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনী। পশ্চিমবঙ্গে পূর্বনির্ধারিত সফর বাতিল করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার সন্ধ্যায় ইসরায়েলি দূতাবাসের কাছে এ ঘটনায় কেউ হতাহত হননি। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানিয়েছে পুলিশ। খুব কম শক্তিশালী এক ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয় হামলায়।
তবে পথ চলতি কয়েকটি যানবাহনের জানালা ভেঙেছে। হামলার পর ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। হামলায় কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়।
এদিকে ঘটনার সময় মাত্র দেড় কিলোমিটার দূরে বিজয় চক এলাকায় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক আয়োজনে অবস্থান করছিলেন প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’সহ ভারত সরকারের শীর্ষ কর্মকর্তারা।
Leave a reply