পুরুষ সামুদ্রিক ঘোড়ার সন্তান জন্মদানের বিরল দৃশ্য!

|

পুরুষ সামুদ্রিক ঘোড়ার সন্তান জন্মদানের বিরল দৃশ্য!

দেখা গেলো পুরুষ সামুদ্রিক ঘোড়ার সন্তান জন্মদানের বিরল দৃশ্য। একসাথে প্রায় ১শ’ সন্তানকে জন্ম দেয় বিপন্নপ্রায় প্রজাতির একটি সাদা সামুদ্রিক ঘোড়া।

গেলো নভেম্বরে অস্ট্রেলিয়ার একটি সি-হর্স নার্সারিতে ঘটে এ ঘটনা। দুর্লভ এ দৃশ্যের ভিডিও সম্প্রতি প্রকাশ করে ‘সি লাইফ সিডনি অ্যাকুয়ারিয়াম’ কর্তৃপক্ষ। ‘সিডনি সি-হর্স’ নামেও পরিচিত প্রজাতিটির একেকটি শিশু সামুদ্রিক ঘোড়া আকারে চালের দানার চেয়েও ছোট।

এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে, পুরুষ সি-হর্সের পেটের থলিতে ডিম স্থাপন করে নারী সি-হর্স। সেখান থেকেই জন্ম নেয় শিশু সি-হর্স।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply