রাতে মাঠে নামবে ম্যানসিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড

|

টেবিলের শীর্ষস্থান ধরে রাখা আর শীর্ষে ওঠা এমন ভিন্ন দুই সমীকরণে রাতে মাঠে নামছে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। রাত সাড়ে ১১টায় লন্ডনে আর্সেনালের আতিথ্য নেবে ম্যানচেস্টার ইউনাইটেড। এমিরেটস স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দেবে আর্সেনাল।

যেখানে এই ভেন্যুতে প্রিমিয়ার লিগের টানা ৭ ম্যাচ জয়ের হাতছানি গানারদের সামনে। আলেক্সান্ডার লাকাজেট, বুকায়ো সাকা স্বাগতিকদের বড় ভরসা। দু’দলের মুখোমুখি ১৯২ দেখায় আর্সেনালের জয় ৬৬।

বিপরীতে ম্যানচেস্টারের জয় ৮১ ম্যাচে। ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ, মার্কাস র‍্যাশফোর্ড আর এডিনসন কাভানিরা আছেন দারুন ছন্দে।

এর আগে রাত ৯টায় ম্যান সিটির আতিথ্য নেবে সেফিল্ড ইউনাইটেড। ইতিহাদ স্টেডিয়ামে শেফিল্ড ইউনাইটেডকে আতিথ্য দেবে দুর্দান্ত ফর্মে থাকা ম্যানচেস্টার সিটি। তবে এই ম্যাচে সিটিজেনরা মাঠে নামবে ফরোয়ার্ড সার্জিও অ্যাগুয়েরোকে ছাড়াই। করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই আসোলেশনে আছেন তিনি।

ইনজুরির কারণে থাকবেন না কেভিন ডি ব্রুইনে’ও। শেষ ১১ দেখায় শেফিল্ডের বিপক্ষে হারেনি সিটিজেনরা। মুখোমুখি হওয়া ১০০ ম্যাচে ৪৩ জয় ম্যান সিটি’র।

বিপরীতে ২৮ জয় শেফিল্ডের। চলতি মৌসুমে টেবিলের তলানিতে থাকলেও ২০০৮ সালে সিটিকে ২-১ গোলে হারানোর সুখ স্মৃতি রয়েছে শেফিল্ডের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply