ক্রিকেটের প্রতিটি স্তরেই নিজেকে অন্যদের চাইতে একেবারেই আলাদা রূপে উপস্থাপন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাইতো সাকিব মানেই বিশেষ কিছু, সাকিব মানেই সেরা।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ইনজুরিতে পড়ে সাকিব। তবে ইনজুরি কাটিয়ে টেস্টের জন্য নিজেকে ফিট করেই অনুশীলনে ফিরলেন তিনি। শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে যোগ দিয়েছেন দলের সাথে। আর তার এই যোগদানই নতুন শক্তি সঞ্চালন করেছে টাইগার শিবিরে।
সকালে, মাঠে নেমেই ফিজিওর সাথে পরামর্শ করেন সাকিব। তারপর, ব্যাট হাতে নেটে যান এই অলরাউন্ডার। সেখানে নেট বোলারদের সাথে কিছুক্ষণ ব্যাটিং প্র্যাকটিস করতে করতেই সাকিবের নেটে যোগদেন তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ।
তারপরেই নেট থেকে সেন্ট্রাল উইকেটে চলে যান মিস্টার আল হাসান, টাইগারদের স্পিনার ও পেসারদের সামলান ব্যাট হাতে। সেখানে ঘন্টা খানেক অনুশীলন করার পর ফিজিওর সাথে কথা মাঠ ছাড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
তবে চোট নিয়ে যে সাকিব বেশ সতর্ক সেটা ফিজিওর সাথে বারে বারে কথা বলা দেকেই বোঝা যায়। প্রথম দিনের অনুশীলনে ফিল্ডিং ও বোলিং কোনটাই করেন নি সাকিব আল হাসান।
Leave a reply