করোনা মোকাবিলায় তিন মাসের জন্য মেক্সিকো ও ক্যারিবিয়ান দেশগুলোর সাথে সব ফ্লাইট বাতিল করেছে কানাডা। মঙ্গলবার বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ তথ্য জানিয়েছেন।
সরকারের সাথে কানাডার প্রধান এয়ারলাইন্সগুলোর বৈঠকের পর আসে এ ঘোষণা। অন্যান্য দেশের সব যাত্রীকে বিমানবন্দরে পৌঁছেই বাধ্যতামূলক করোনা টেস্ট করতে হবে বলেও জানান ট্রুডো।
ফলাফল না পাওয়া পর্যন্ত অর্থাৎ ৩ দিন নির্দিষ্ট হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে নিজ খরচে। চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ে মডার্না ও ফাইজারের করোনা টিকা মিলছে না বলেও জানান ট্রুডো।
ইউএইচ/
Leave a reply