ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সেনা অভিযানে দুই সশস্ত্র ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলওয়ামা জেলার লেলহার এলাকায় এই ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর দাবি গ্রেফতারকৃতরা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্য।
কর্তৃপক্ষ জানায়, সেনা অভিযান চলার সময় দুই সশস্ত্র ব্যক্তি আত্মসমর্পন করে। এসময় তাদের কাছ থেকে স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে আরেক বিচ্ছিন্নতাবাদী গুলিতে আহত হয়েছে বলেও জানানো হয়।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় সামরিক বহরের ওপর সন্ত্রাসী হামলায় ৪০ সেনা সদস্যের মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকেই নিয়মিত অঞ্চলটিতে অভিযান চালিয়ে আসছে কর্তৃপক্ষ।
Leave a reply