ওয়ানডের মত টেস্টেও নিজেকে সেরা প্রমাণিত করতে হবে সাকিবকে, তাইতো দলের বিশ্রামের দিনেও অনুশীলন করলেন সাকিব আল হাসান। সাথে যোগ দিয়েছিলেন তাসকিন আহমেদও।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কুচকিতে ব্যথা পেয়ে মাঠ থেকে রওনা হয়েছিলেন ড্রেসিং রুমে। তারপরে চিকিৎসা ও বিশ্রাম দুইয়ে মিলে সাকিব এখন ইনজুরি মুক্ত। শনিবার দলের সাথে অনুশীলন করেছেন। ব্যাট হাতেই বেশি সময় কাটিয়েছেন নেটে, সাথে হালকা ফিল্ডিং করেছিলেন এই অলরাউন্ডার। তবে বল হাতে হাত ঘুরাননি তিনি।
সেই ঘাটতি পূরণ করলেন আজ। টাইগারদের বিশ্রামের দিনে মাঠে নেমে কঠিন পরিশ্রম করলেন সাকিব আল হাসান। তার সাথে ছিলেন টাইগার দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং কোচ জন লুইস ও ফিজিও জুলিয়ান ক্যালেফাতো।
নিজের ফিটনেস ঠিক রাখার পাশাপাশি সাকিব ব্যাটিং করেণ প্রায় আধা ঘণ্টা। বল হাতে হাত ঘুরিয়েছেন ৫ থেকে ৬ ওভার। সাকিবের সাথে যোগ দিয়েছিলেন তাসকিন আহমেদও। তিনিও করেছেন কঠিন পরিশ্রম। সবকিছু ঠিক থাকলে চট্টগ্রাম টেস্টেই মাঠে দেখা যাবে সাকিবকে।
Leave a reply