বঙ্গবন্ধুর পাকিস্তান সফরকালীন ছবি নিয়ে অ্যালবাম তৈরি করার কথা জানালেন পাক হাই-কমিশনার

|

প্রদর্শনীতে পাক হাই কমিশনার। ছবি কৃতজ্ঞতা: ইউএনবি

১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাকিস্তান সফরের ছবি নিয়ে অ্যালবাম তৈরি করার কথা জানালেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দীকী।

সোমবার রাজধানীতে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ‘শেখ হাসিনা: অন দ্যা রাইট সাইড অব হিস্ট্রি’ শিরোনামে দুইদিন ব্যাপী এক চিত্রকলার প্রদর্শনী অনুষ্ঠানে এমনটা জানান তিনি।

তিনি বলেন, আমি তার সেই সময়কার সব ছবি সংগ্রহ করার চেষ্টা করছি। যা দু’দেশের মাঝে একটি ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষিত হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে ওআইসি সম্মেলনে যোগ দিতে পাকিস্তান ভ্রমণ করেন। তারপরই পাক প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টু ২৭-২৯ জুন বাংলাদেশ ভ্রমণে আসেন।

পাক রাষ্ট্রদূত জানান, কানাডা ও যুক্তরাষ্ট্রে থাকাকালীন পাকিস্তানি ও বাংলাদেশিদের মধ্যকার বন্ধুত্ব ও পারিবারিক সম্পর্ক দুই দেশের মধ্যকার ভালো সম্পর্কের ইঙ্গিত দেয়।

এসময় প্রদর্শনীর আয়োজক কসমস গ্রুপের পরিচালক মাসুদ জামিল পাক রাষ্ট্রদূতকে প্রদর্শনী সম্পর্কে সম্যক ধারণা দেন ও পরিদর্শন করান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply