উইন্ডজ ও বাংলাদেশের টেস্ট ম্যাচে ফিল্ডে আম্পায়ারিং করার সুযোগ পেয়েছেন শরফুদ্দৌলা ইবনে সৈকত। টিভি আম্পায়ারিংয়ে থাকবেন গাজী সোহেল, ফোর্থ আম্পায়ার হিসেবে রাখা হয়েছে মাসুদুর রহমান মুকুল। আর প্রথমবার ম্যাচ রেফারি হিসেবে থাকছেন নিয়ামুর রশিদ রাহুল।
তবে যারা টেস্টে আম্পায়ারিং করার সুযোগ পেয়েছেন, এটা তাদের জন্য নিজেকে প্রমান করার মঞ্চ বলেই মনে করছেন তারা। তাদের চেষ্টা থাকবে নিজেদের সেরাটা দিয়েই ম্যাচ পরিচালনা করার, সেই সাথে নির্ভুল ভাবে প্রতিটি সিদ্ধান্ত দেওয়া।
আইসিসির নিয়ম অনুযায়ী এক ম্যাচে দুই আম্পায়ারের অভিষেক হওয়ার নিয়ম নেই তাই দ্বিতীয় আম্পায়ার হিসেবে উড়িয়ে আনা হচ্ছে রিচার্ড ইলিংওয়ার্থকে। ডিআরএস এক্সপার্ট এই মুহুর্তে নেই বাংলাদেশে সেই কারণেই দায়িত্বটা পালন করবেন হেনরি এলিসন।
উইন্ডিজের বিপক্ষে টেস্টে ম্যাচ পরিচালনার দায়িত্ব যাদের হাতে দেয়া হয়েছে তাদের সবাই আজ রিহারসেল করেছেন চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে।
Leave a reply