আবারও করোনায় ১৫ হাজারের কাছাকাছি মৃত্যু দেখলো বিশ্ব

|

আবারও করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজারের কাছাকাছি মৃত্যু দেখলো বিশ্ব। মোট প্রাণহানি ২২ লাখ ৬৩ হাজারের কাছাকাছি। নতুনভাবে ৪ লাখ ৫২ হাজারের মতো মানুষের শরীরে মিললো কোভিড-১৯।

বিশ্বজুড়ে সংক্রমিত হয়েছেন ১০ কোটি ৪৪ লাখের মতো মানুষ। শুধু যুক্তরাষ্ট্রেই মঙ্গলবার সাড়ে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। দেশটিতে মোট প্রাণহানি ৪ লাখ ৫৮ হাজার ছুঁইছুঁই। ব্রিটেনে ছিলো দিনের দ্বিতীয় সর্বোচ্চ সাড়ে ১৪শ’র মতো মৃত্যু। ব্রাজিলও এদিন ১২শ’র বেশি মৃত্যু রেকর্ড করেছে, লাতিন এ দেশটিতে কোভিডে মারা গেছেন দু’লাখ ২৬ হাজারের বেশি।

এছাড়াও, দিনের হিসাবে জার্মানিতে ৯৯০, স্পেনে ৭২৪, মেক্সিকো-রাশিয়া ও সাউথ আফ্রিকায় সাড়ে ৫শ’র মতো মানুষ মৃত্যুবরণ করেছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply