হাল ধরে আছেন সাদমান

|

সাদমান ইসলামের দায়িত্বশীল ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টে সঠিক পথেই আছে বাংলাদেশ। যদিও শুরু থেকেই কয়েকবার হোঁচট খেয়েছে টাইগাররা। প্রায় এক বছর পর টেস্ট খেলতে নেমে শুরুটা স্বস্তিদায়ক হয়নি ওপেনার তামিম ইকবালের। মাত্র ৯ রানে কেমার রোচের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হলো। এরপর ধকলটা ভালোমতোই সামাল দিচ্ছিলেন তরুণ সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত।  দু’জনে সেটও হয়ে গিয়েছিলেন উইকেটে।  কিন্তু ভুল বোঝাবুঝিতে এক রানআউটে সেশনের নিয়ন্ত্রণ এলোমেলো হয়ে গেলো। ২৫ রানে শেষ হলো শান্তর ইনিংস।

এরপর ক্রিজে নেমে দলকে শতক পার করান অধিনায়ক মুমিনুল। অপরপ্রান্তে আস্থার প্রতীক হয়ে সাদমান তো ছিলেনই। দলীয় ১১৯ রানের সময় জোমেল ওয়ারিক্যানের বলে জন ক্যাম্পবেলের তালুবন্দী হন মুমিনুল। তখন তার ব্যক্তিগত রান ছিল ২৬।

এই রিপোর্ট লেখা পর্যন্ত উইকেটে সাদমানের সাথে ছিলেন মুশফিকুর রহিম। তামিমের কাছে হারানো রেকর্ড দিনে দিনেই পুনরুদ্ধার করলেন মুশি। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বাধিক রানের রেকর্ডটি সকালেই মুশির কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন তামিম। ৭০ টেস্টে মুশফিক করেছিলেন ৪৪১৩ রান।  ৬১ নম্বর টেস্টে তামিমের রান দাঁড়ায় ৪৪১৪।  কয়েক ঘণ্টার ব্যবধানে সেটি আবার নিজের করে নিলেন ‘মি. ডিপেন্ডেবল’। 

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, শেন মোজলি, এনক্রুমা বনার, জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া দা সিলভা, কাইল মেয়ার্স, রাকিম কর্নওয়াল, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিক্যান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply