করোনার টিকা সর্বস্তরে প্রয়োগের আগে চিকিৎসক ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ চলছে বিভিন্ন জেলায়।
টাঙ্গাইলে শুরু হয়েছে চিকিৎসকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ। দ্বিতীয় দিনে সদর উপজেলায় ২২ জন স্বাস্থ্যকর্মীকে প্রয়োগিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কাল হাতেকলমে শেখানো হবে স্বেচ্ছাসেবীদের।
প্রশিক্ষণ হচ্ছে চট্টগ্রামেও। টিকাদানকারী ৬শ স্বেচ্ছাসেবীকে একদিনের প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণে টিকা কোথায়, কিভাবে দিতে হবে এ সম্পর্কে জানানো হচ্ছে।
সরকারি অ্যাপসে রেজিস্টেশন করা ব্যক্তিদের ৭ ফেব্রুয়ারি থেকে টিকা দেয়া হবে। ফেনীতে প্রথম ধাপে জেলাতে ২৮ জন ও উপজেলায় ৩০ জন সিনিয়র স্টাফ নার্সকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পঞ্চগড়ে দ্বিতীয়দিনের মতো চলছে প্রশিক্ষণ।
পঞ্চগড়ের সিভিল সার্জনের অফিসে ও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ৪২ জন নার্স, ভিজিটর, উপ সহকারী মেডিকেল অফিসার।
Leave a reply