Site icon Jamuna Television

ময়মনসিংহে জঙ্গি অাস্তানায় বোমা উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার করেছে পুলিশ।

সকাল সাড়ে দশটার দিকে ঢাকা থেকে ঘটনাস্থল ভালুকার কাশর এলাকায় পৌঁছায় বোম ডিসপোজাল ইউনিট। পরে বিস্ফোরণে নিহত সন্দেহভাজন জঙ্গি আলম প্রামানিকের বসতঘরে অভিযান চালানো হয়। উদ্ধারের পর বোমাগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা করছেন ইউনিটের সদস্যরা।রোববার সন্ধ্যায় নিজ বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত হয় আলম। পরে অভিযান চালিয়ে মাস্টারবাড়ি বাজার থেকে তার স্ত্রীকে আটক করা হয়। উদ্ধার করা হয় দুই শিশুকে। এ ঘটনায় আটক করা হয় বাড়ির মালিককেও।

যমুনা অনলাইন- আরএম

Exit mobile version