অ্যাসট্রেজেনেকার ১ কোটি ২৭ লাখ ৯২ হাজার ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ

|

করোনা টিকা সরবরাহের প্রথম অন্তর্বর্তীকালীন তালিকা প্রকাশ করেছে কোভ্যাক্স। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস বা গ্যাভি ও কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের গড়া প্ল্যাটফর্ম হল কোভ্যাক্স যা গঠিত হয়েছে বিশ্বের সব মানুষের সংক্রামক রোগের প্রতিষেধক পাওয়া নিশ্চিত করতে। এই তালিকা অনুযায়ী কোভ্যাক্সের অধীনে বাংলাদেশ অ্যাসট্রেজেনেকার ১ কোটি ২৭ লাখ ৯২ হাজার ডোজ ভ্যাকসিন পাবে।

জুনের শেষ নাগাদ এই ভ্যাকসিন পাওয়া যেতে পারে। করোনাভাইরাস প্রতিরোধে যেসব টিকা এরইমধ্যে তৈরি হয়েছে তার মধ্যে অক্সফোর্ডের ভ্যাকসিন সংরক্ষণই তুলনামূলক সহজ।

এদিকে, বিশ্বস্বাস্থ্য সংস্থার অনুরোধে উন্নয়নশীল দেশগুলোকে ১ কোটি টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। উন্নয়নশীল দেশগুলোর জরুরি চাহিদা মেটাতে এই টিকা দিবে দেশটি। এটি চীনের বিশ্বব্যাপী টিকার সঠিক বন্টন ও করোনা মহামারি মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা। আবিস্কৃত টিকা কোভ্যাক্সের অধীনেই বণ্টন করা হবে এসব টিকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply