চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামে এক ভাইকে গলাকেটে খুনের দায়ে অপর ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম মো: আজম। একই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে মা ফরিদা বেগম ও বোন কামরুন নাহারের।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত এ রায় দেন। চট্টগ্রামের অতিরিক্ত জেলা পিপি লোকমান হোসেন চৌধুরী জানান, হত্যাকাণ্ডের শিকার আব্দুস সালামের বাড়ি বোয়ালখালী উপজেলার শ্রীপুর গ্রামে। ২০০৯ সালের অক্টোবরে বিদেশ থেকে বাড়িতে আসেন আব্দুস সালাম। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ওই বছর ১৯ অক্টোবর দুপুরে তাকে মাটিতে চেপে ধরে মা ও বোন। এসময় ছুরি দিয়ে গলায় ছুরি দিয়ে জবাই করে ভাই মো: আজম। তবে আসামিরা সবাই পলাতক বলে জানান আইনজীবী।
Leave a reply