রাজধানীর মোহাম্মদপুরে বান্ধবীর বাসা থেকে কামরুল ইসলাম নামের এক আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ওই বান্ধবিকে আটক করা হয়েছে।
নিহত কামরুল ইসলাম আনসার দলের খেলোয়াড় বলে জানা গেছে। ফেডারেশন থেকে দুদিনের ছুটি নিয়ে গ্রামের বাড়ি চট্টগ্রামে যাওয়ার কথা ছিল তার। কিন্তু তিনি গত রাতে তিনি ওই বান্ধবীর বাসায় যান।
বান্ধবী প্রতিভা জানান, সবাই ঘুমিয়ে গেলে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি গলায় ফাঁস নেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
Leave a reply