চিলির সমুদ্র সৈকতে ভেসে উঠেছে লাখ লাখ মরা মাছ

|

চিলির সমুদ্র সৈকতে ভেসে উঠেছে লাখ লাখ মরা মাছ

চিলির সমুদ্র সৈকতে ভেসে উঠেছে লাখ লাখ মরা মাছ। হঠাৎ করে এতো মাছের মৃত্যুর কারণ জানা যায়নি।

রাজধানী সান্তিয়াগো ৫শ’ কিলোমিটার দক্ষিণে, বায়ো বায়ো অঞ্চলের সৈকতে হঠাৎ নজরে আসে মৃত মাছের স্তুপ। বিভিন্ন ধরনের মাছের সাথে কাঁকড়াসহ মারা গেছে আরও অনেক সামুদ্রিক প্রাণিও। পানির তাপমাত্রায় হঠাৎ পরিবর্তন কিংবা পানির গুণগত মানে কোনো ধরনের পরিবর্তনের কারণে মাছগুলো মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় গবেষকরা বলছেন, পানিতে ক্লোরোফিলের উপস্থিতি শনাক্ত হয়েছে। পরিমাণে অতিরিক্ত হলে যা প্রভাব ফেলে পানির অক্সিজেন লেভেলে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply