এক ডোজেই করোনা কাত করবে জনসনের টিকা

|

এক ডোজেই করোনা কাত করবে জনসনের টিকা

মডার্না-ফাইজারের পর যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনের ছাড়পত্র পেতে আবেদন করেছে জনসন অ্যান্ড জনসন। অনুমোদন পেলে এটি হবে করোনা প্রতিরোধে প্রথম এক ডোজের টিকা। আগামী জুনেই শুরু হবে সরবরাহ।

বৃহস্পতিবার জরুরি ব্যবহারের জন্য টিকা নিবন্ধনে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন- এফডিএ’র (FDA) কাছে আবেদন জানায় জনসন অ্যান্ড জনসন। কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশেও অনুমতি চাইবে প্রতিষ্ঠানটি।

গেল সপ্তাহেই বড় পরিসরে পরীক্ষামূলক প্রয়োগে টিকাটির ৬৬ শতাংশ কার্যকারিতা প্রমাণের তথ্য জানান গবেষকরা। এখন পর্যন্ত অনুমোদিত কোভিড টিকা দু’ডোজের হলেও জনসন এন্ড জনসনেরটা এক ডোজের। আর পরিবহণে ফ্রিজিংয়েরও প্রয়োজন নেই।

এদিকে ১শ’ কোটি ডলারে ১০ কোটি ডোজ টিকা কিনতে জনসন অ্যান্ড জনসনের সাথে আগেই চুক্তি করেছে মার্কিন প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply