Site icon Jamuna Television

কোনাবাড়িতে বহুতল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

কোনাবাড়িতে বহুতল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের কোনাবাড়ীতে একটি বহুতল মার্কেটে লাগা আগুন।

ভোর সাড়ে ৪টার দিকে কোনাবাড়ি বাসস্ট্যাণ্ড এলাকায় এক্সিলেন্ট সুপারশপ নামের একটি বহুতল ভবনের ৪র্থ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজীপুর, কালিয়াকৈর ও ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। আগুনে ভবনটির একটি চাইনিজ রেস্টুরেন্ট, দোকান ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ৩ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Exit mobile version