আগামীকাল শুরু হবে দেশজুড়ে কারোনার ভ্যাকসিন প্রদান

|

আগামীকাল থেকে দেশজুড়ে শুরু হবে কারোনা ভ্যাকসিন দেয়া

আগামীকাল ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ দেশজুড়ে শুরু হবে কারোনা ভ্যাকসিন দেয়া। ইতিমধ্যে রাজধানীর টিকা প্রদানের বুথ সমুহের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

গত ২৭ জানুয়ারি এই বহুল প্রত্যাশিত কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরদিন কুর্মিটোলাসহ রাজধানীর পাঁচ হাসপাতালে দেয়া হয় করোনার টিকা। টানা দুই দিনে প্রতিমন্ত্রী, সচিব, সেনাকর্মকর্তাসহ পাঁচ শতাধিক স্বাস্থ্যকর্মী ভ্যাকসিন নিয়েছেন।

এছাড়া গত সপ্তাহের মধ্যে ঢাকার বাইরের ৩৪ জেলায় পাঠানো হয়েছে ভ্যাকসিন। বিশেষায়িত গাড়িতে করে পুলিশি প্রহরায় পৌঁছানো হয় টিকা। ভ্যাকসিন হাসপাতাল, সিভিল সার্জন অফিস ও ইপিআই কেন্দ্রে রাখা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply