সেনা অভ্যুত্থান এবং রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে একের পর এক বিক্ষোভ চলছে মিয়ানমারে। স্বাস্থ্যকর্মীদের পর এবার প্রতিবাদে মুখর শিক্ষক ও শিক্ষার্থীরা।
ইয়াঙ্গুনের ড্যাগন বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হন কয়েকশ শিক্ষক ও শিক্ষার্থীরা। সেখানে তারা ক্ষমতাচ্যুত রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির পক্ষে স্লোগান দেয়। সু চিসহ সব রাজনৈতিক নেতা-কর্মীদের দ্রুততম সময়ের মধ্যে মুক্তির দাবী জানান বিক্ষোভকারীরা। এর পাশাপাশি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সামরিক বাহিনীর প্রতি আহ্বানও জানানো হয়।
গেল সপ্তাহে মিয়ানমারে অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। আটক করা হয় কয়েকশ নেতাকর্মীকে। যোগাযোগের সরঞ্জাম অবৈধভাবে আমদানির অভিযোগে সু চির বিরুদ্ধে মামলাও করা হয়। অভিযোগ প্রমাণিত হলে সু চির সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে।
Leave a reply