আইসিসি’র বিচারিক এখতিয়ারে ফিলিস্তিনি ভূখণ্ড, নেতানিয়াহুর ক্ষোভ

|

আইসিসি’র বিচারিক এখতিয়ারে ফিলিস্তিনি ভূখণ্ড, নেতানিয়াহুর ক্ষোভ

ইসরায়েলি দখলদারিত্ব যুদ্ধাপরাধ ও নৃশংসতার বিচার করার এখতিয়ার ফিলিস্তিনের রয়েছে বলে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-আইসিসি। এরফলে ফিলিস্তিনের মাটিতে তদন্ত চালাতে পারবে আইসিসি।

রায়ে আরও বলা হয়, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল যে যুদ্ধাপরাধ চালিয়েছে সে বিষয়ে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। এ রায়ে সাধুবাদ জানিয়েছে ফিলিস্তিন। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিতায়েহ বলেন, এই সিদ্ধান্তে ন্যায়বিচার, মানবতা ও সত্যের জয় হয়েছে। যদিও আন্তর্জাতিক আদালতের এ ঘোষণায় নাখোশ ইসরায়েল।

তীব্র প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আদালতের এই সিদ্ধান্তে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে তার নাগরিকদের রক্ষা করার অধিকারকে বাধাগ্রস্ত করবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও বলেন, নিজ নাগরিকদের রক্ষা করা প্রতিটি রাষ্ট্রের অধিকার। আমরা সেই অধিকারই প্রয়োগ করেছি। অথচ এটাকে আইসিসি বলছে যুদ্ধপরাধ..?? এরচেয়ে হাস্যকর আর কিছুই হতে পারে না। সম্পূর্ন ইহুদি বিদ্বেষ থেকে এটা করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply