১০ সেঞ্চুরির মালিক হলেন মুমিনুল হক

|

২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬১ রানের ঝলমলে এক ইনিংস খেলেছিলেন মুমিনুল। তার পরেই করোনার থাবায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনে বিশ্ব ক্রিকেট। প্রায় বছর খানেক পরে টেস্টে ফিরেছে বাংলাদেশ।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে লোয়ার ডাউনে নেমে মিরাজের সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ক্যাপ্টেন মুমিনুল হকও তুলে নিলেন ক্যারিয়ারের দশম শতক। ক্যারিবিয়ান স্পিনারদের সামলাতে যখন টপ অর্ডার ব্যাটসম্যানরা হিমশিম খেয়েছে তখন ক্যাপ্টেনই নিজের ঘাড়ে দায়িত্ব তুলে নিয়ে খেললেন অসাধারণ একটি ইনিংস। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০টি সেঞ্চুরির মালিক হলেন কক্সবাজারের এই সুপারস্টার।

সবচাইতে মজার ব্যাপার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এটি তার সপ্তম শতক। এই মাঠে পঞ্চাশ পার করেছেন ৮ ইনিংসে, যার মধ্যে ৭টিতেই হাঁকিয়েছেন সেঞ্চুরি। ১০০ রানের ইনিংসটি খেলতে মুমিনুল খেলেছেন ১৭৩ বল। আর হাঁকিয়েছেন ৯টি বাউন্ডারি। আর ক্যাপ্টেনের সঙ্গি লিটনও তুলে নিয়েছে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফিফটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply