Site icon Jamuna Television

থেমেছেন মুমিনুল ও লিটন, ইনিংস মেরামতের দায়িত্বে মিরাজ

টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নিয়েছেন টাইগারদের ক্যাপ্টটেন মুমিনুল হক। দেশে এখন টেস্ট সেঞ্চুরির দিক দিয়ে তিনিই সেরা।

তবে উইন্ডিজের বিপক্ষে ইনিংস লম্বা করতে পারেননি মুমিনুল হক। গ্যাবরিয়ালের বলে তিনি আট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ১১৫ রানে। এই ইনিংস খেলতে তাকে ক্রিজে মোকাবেলা করতে হয়েছিলো ১৮২ বল। আর বাউন্ডারি হাকিয়েছিলেন ১০টি। লিটন কুমার দাসও তার ফিফটিটাকে সেঞ্চুরিতে রুপ দিতে পারেনি ওয়ারিক্যানের বলে লিটন যখন পিরেচেন তখন তার রান ছিলো ৫৯।

টাইগারদের ইনিংস মেরামত করতে এখন ক্রিজে আছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। এর আগে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নিয়েছেন লিটন।

Exit mobile version