ভারতজুড়ে চলছে আন্দোলনরত কৃষকদের ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি

|

ভারতজুড়ে চলছে আন্দোলনরত কৃষকদের 'চাক্কা জ্যাম' কর্মসূচি

ভারতজুড়ে চলছে আন্দোলনরত কৃষকদের ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি। ফলে অচলাবস্থা রাজধানী ও আশপাশের রাজ্যগুলোয়।

দিল্লিতে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেও মহাসড়ক এবং সীমান্ত এলাকাগুলোয় বন্ধ সবধরণের যান চলাচল। শুধু অ্যাম্বুলেন্স এবং জরুরি কাজে ব্যবহৃত যানগুলোকে চলাচলের অনুমতি দেয়া হয়েছে। দিল্লি-হরিয়ানা-পাঞ্জাব সীমান্ত পুরোপুরি অবরূদ্ধ। কর্মসূচি সফল হয়েছে পাঠানকোট-জম্মু মহাসড়কেও।

এদিকে বেঙ্গালুরুতে আন্দোলনরত ৩০ কৃষককে গ্রেফতার করেছে পুলিশ। কেন্দ্রীয় সরকার দাবি না মানা পর্যন্ত অবস্থান ধরে রাখার ঘোষণা কৃষকদের। রোববার উত্তর প্রদেশ ও উত্তরাখাণ্ডে বাড়ানো হবে অবস্থান ধর্মঘটের পরিধি।

গেলো সেপ্টেম্বরে পাস হওয়া ৩টি বির্তকিত কৃষি আইন বাতিলের দাবিতে এখনো উত্তাল গোটা ভারত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply