অনবদ্য ডাবল সেঞ্চুরিতে অনন্য রুট

|

প্রথম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরির অনন্য কীর্তি গড়েছেন রুট। ক্যারিয়ারের ২০তম টেস্ট শতককে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে জো রুট গড়লেন ইতিহাস। ক্যারিয়ারের শততম টেস্টে তিন অঙ্কের দেখা পেয়েছেন আরও আট ব্যাটসম্যান। কিন্তু ডাবল সেঞ্চুরির অনন্য কীর্তি রুটই প্রথম গড়লেন।

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন ডাবল সেঞ্চুরি স্পর্শ করেন রুট। সবশেষ তিন টেস্টে ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যানের এটি দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ভারতে আসার আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলেন ২২৮ রানের অসাধারণ এক ইনিংস। পরের টেস্টে ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে থামেন ১৮৬ রানে।

চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতেই রান আউট হতে হতে বেঁচে যান রুট। এরপর থেকে খেলছেন আস্থার সঙ্গে। সচল রেখেছেন রানের চাকা। বাজে বলে তুলে নিয়েছেন বাউন্ডারি।

১০০তম টেস্টে দ্বিশতক টেস্ট ইতিহাসে এটাই প্রথম। ২১৮ রানে নাদিমের শিকার হয়ে ফেরেন তিনি। এই সিরিজের ওপর নির্ভর করছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply