ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আরও জোরদার হবে পরমাণু কর্মসূচি

|

আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আরও জোরদার হবে পরমাণু কর্মসূচি।

শনিবার এক সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফিরতে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রতি। বলেন, মার্কিনীদের দেয়া সময় ফুরিয়ে যাচ্ছে দ্রুত। মনে করিয়ে দেন আগামী জুনে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের কথা।

পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেয়ার শর্তে ২০১৫ সালে ৬ বিশ্বশক্তির সাথে পরমাণু কর্মসূচি সীমিত করার চুক্তি করে ইরান। তবে তিন বছর পর ট্রাম্পের নেতৃত্বে চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপরই শুরু হয় দুই দেশের টানাপড়েন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply